Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বার্থান্ধ মহল নজরুলকে প্রয়োজনমতো ব্যবহার করতে চেয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৩ ১৭:২৪

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বেগম আকতার কামাল বলেছেন, নজরুল মূলত বিপ্লবের কবি। তিনি ব্যক্তিগত জীবন ও সাহিত্যে ভাঙনের গান গেয়েছেন। কারণ, নতুন সৃষ্টির জন্য ভাঙন প্রয়োজন। তাকে নিয়ে সব সময় রাজনীতি হয়েছে। স্বার্থান্ধ মহল তাকে তাদের প্রয়োজনমতো ব্যবহার করতে চেয়েছে। কিন্তু নজরুল কোনো সীমানায় আবদ্ধ হওয়ার মতো কবি নন।

রোববার (২৭ আগস্ট) বাংলা একাডেমির অবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

ড. বেগম আকতার কামাল বলেন, ‘বাংলা সাহিত্যে ত্রিশ দশকের কবিদের কেউ কেউ নজরুলকে স্বীকারে উদারতার পরিচয় দেননি। তারা কখনো কখনো নজরুলের আধুনিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আমরা মনে করি, কালধর্মকে নজরুল যেভাবে সার্থকভাবে তার সাহিত্যকর্মে ধারণ করে গণচিত্তকে স্পর্শ করতে সক্ষম হয়েছে, তাতেই তার আধুনিকতার সূত্রসার নিহিত।’

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘নজরুল অভেদ সুন্দরের সাধক। তিনি কালের শিল্পী এবং কালকে অতিক্রম করে মহাকালকে স্পর্শ করে চলেছেন। নজরুল প্রয়াণ দিবসে একটাই প্রত্যাশা, আমরা যেন নজরুলের সৃষ্টির মর্মবাণীকে ধারণ করে তার যথার্থ উত্তরসাধক হতে পারি।’

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘নজরুল আমাদের চেতনার বাতিঘর। তার সৃষ্টি আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে সত্য, শুভ ও সুন্দরের পথে অনন্ত দিকনির্দেশিকা হিসেবে কাজ করে চলেছে।’

বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. হাসান কবীর বলেন, ‘কবি নজরুলের স্মৃতিবিজড়িত প্রাঙ্গণ বাংলা একাডেমির বর্ধমান ভবন। বাংলা একাডেমি নজরুলের স্মৃতি ও চেতনাকে ধারণ করে আছে।’

অনুষ্ঠানের শুরুতে নজরুলের পত্র পাঠ করেন বাচিকশিল্পী নূরননবী শান্ত এবং নজরুলের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী বেলায়াত হোসেন। নজরুলগীতি পরিবেশন করেন শিল্পী সুমন চৌধুরী, কল্পনা আনাম এবং কমলিকা চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাইমন জাকারিয়া।

এর আগে, সকাল ৮টায় বাংলা একাডেমির পক্ষ থেকে মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সকাল পৌনে ১১টায় বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন এবং মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে একাডেমির নজরুল মঞ্চে স্থাপিত নজরুল-ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

সারাবাংলা/এজেড/এনএস

কাজী নজরুল ইসলাম


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর