Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাসটেইনেবল ব্যাংকিংয়ে যমুনা ব্যাংকের স্বীকৃতি অর্জন

সারাবাংলা ডেস্ক
৩০ আগস্ট ২০২৩ ১১:২৩

ঢাকা: সাসটেইনেবিলিটি রেটিং- ২০২২ এ বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত শীর্ষ টেকসই ব্যাংকগুলোর মধ্যে যমুনা ব্যাংক স্থান করে নিয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের কাছ থেকে এ বিষয়ে সম্মাননা পত্র গ্রহণ করেন।

মূলত পাঁচটি সূচকের উপড় ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে। এগুলো হলো টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে পুনঅর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি।

এই পাঁচটি সূচকের মধ্যে রয়েছে মোট ৮৯ টি উপসূচক, যার প্রতিটিতে যমুনা ব্যাংক তার অবস্থানকে আরও দৃঢ় করার লক্ষ্যে সর্বদা সচেষ্ট ছিল, এবং এ ধারা চলমান রাখতে ব্যাংক আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সারাবাংলা/ইআ

যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর