Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সংগীতে সমাবেশ শুরু ছাত্রলীগের

সিনিয়র করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩১

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শুরু হয়েছে ছাত্রলীগের সমাবেশ। ছাত্র সংগঠনটির সাংস্কৃতিক টিমের সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে এই আয়োজন। এই সমাবেশকে ছাত্রলীগ স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হিসেবে অভিহিত করছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ছিল ছাত্রলীগের সমাবেশ। পরে কিছুটা দেরি করে বিকেল ৩টা ৪৫ মিনিটে সমাবেশ শুরু হয়েছে। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বিজ্ঞাপন

প্রতি বছর শোকের মাস আগস্টের শেষ দিন তথা ৩১ আগস্ট এই সমাবেশ আয়োজন করে ছাত্রলীগ। এবার এইচএসসি পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে একদিন পরে ১ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে সমাবেশ করছে সংগঠনটি।

সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ সংগঠনের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

এর মিনিট পাঁচেক আগে সমাবেশস্থলে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। উপস্থিত সবাই স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। এর আগে দুপুর আড়াইটা থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। আর সারাদেশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন সকাল থেকেই।

মঞ্চের সামনে প্রায় দেড় হাজার চেয়ারে আওয়ামী লীগ, ছাত্রলীগের সাবেক নেতাসহ আমন্ত্রিত অতিথিরা আসন নিয়েছেন। মঞ্চের সামনে অতিথির আসনে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত হয়েছেন।
সারাবাংলা/এনআর/টিআর

বিজ্ঞাপন

আরও পড়ুন-

সোহরাওয়ার্দীতে ছাত্রলীগের ছাত্রসমাবেশ আজ

সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্র সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী

সমাবেশে আসতে শুরু করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা

সারাবাংলা/এনআর/টিআর

ছাত্রলীগ ছাত্রলীগের সমাবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর