Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭০ বছরের বৃদ্ধ ইয়াবা কারবারে নেমে ধরা

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামাল হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মৃত রইস উদ্দিনের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির সারাবাংলাকে জানান, ওই বৃদ্ধকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে তিনি জানিয়েছেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সারাবাংলা/আইসি/এমও

ইয়াবা ইয়াবা কারবার

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর