Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার অস্ত্রাগারে যুক্ত হলো ক্ষেপণাস্ত্র সারমাট

আন্তর্জাতিক ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪২

এবার উন্নত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাট যুদ্ধের জন্য প্রস্তুত করেছে রাশিয়া। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি রুশ অস্ত্রাগারে যুক্ত করা হয়েছে। অর্থাৎ, এই ক্ষেপণাস্ত্র এখন থেকে যে কোনো সময় ব্যবহার করা যাবে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে বলেছিলেন, এটি থাকার কারণে রাশিয়ার শত্রুদের কোনো হুমকি দেওয়ার আগে দুইবার ভাবতে বাধ্য করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, আরএস-২৮ সারমাট ১০ টন পর্যন্ত ওজনের পারমাণবিক অস্ত্র উত্তর ও দক্ষিণ মেরুসহ বিশ্বব্যাপী যে কোনো স্থানে পৌঁছে দিতে সক্ষম।

সারমাট ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে প্রথমবার ছুঁড়া ইউক্রেন যুদ্ধ শুরুর কয়েক মাস পর ২০২২ সালের ২০ এপ্রিল। রাশিয়ার আরখানগেলস্ক অঞ্চলের প্লেসেটস্ক কসমোড্রোম থেকে উৎক্ষেপণ পরিচালনা করা হয়।

সে সময় পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ায় প্রায় দেড় বছরের মাথায় এটি যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে।

সারাবাংলা/আইই

সারমাট

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর