Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ বছর পর যাবজ্জীবন সাজার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৪

নওগাঁ: দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সাজাপ্রাপ্ত আসামির নাম মো. রায়হান (৩৮)।

শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে নওগাঁর ধামইরহাট উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়হান জয়পুরহাট জেলার ধলাহার এলাকার ওছিম উদ্দিনের ছেলে। সকালে র‌্যাব-৫ এর জয়পুরহাটের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রামে ৪৮০ বোতল ফেন্সিডিলসহ রায়হানকে গ্রেফতার করে র‌্যাব। পরে র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করে। এরপর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান রায়হান।

বিজ্ঞাপন

চলতি বছরের ২৯ আগস্ট জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত রায়হানকে যাবজ্জীবন সাজা দিলে তাকে গ্রেফতার করতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তারই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলা এলাকা থেকে রায়হানকে গ্রেফতার করা হয়। পরে যথাযথ আইনি ব্যবস্থা নিতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এনএস

নওগাঁ

বিজ্ঞাপন

‘সময় এখন ভালো যাচ্ছে না’
৮ জুলাই ২০২৫ ২১:১৮

আরো

সম্পর্কিত খবর