Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪০

দিনাজপুর: নিষিদ্ধ মদ নিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সুমিত বর্মন (২৭) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঘাসুড়িয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হেলাল উদ্দিন। এর আগে, গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলার বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের দক্ষিণ দামোদরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক সুমিত বর্মন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার আগ্রা ফতেপুর এলাকার নেপাল বর্মনের ছেলে।

মামলার বরাত দিয়ে সুবেদার হেলাল উদ্দিন বলেন, গতকাল শুক্রবার রাতের আঁধারে দুই বোতল ভারতীয় মদ নিয়ে দামোদরপুর সীমান্তের মেইন পিলার ২৮৮/৫০ এস পিলারের ৩০০ গজ বাংলাদেশের ভিতরে প্রবেশ করেন সুমিত বর্মন। এ সময় টহলরত বিজিবির সদস্যরা তাকে আটক করে বিরামপুর থানায় মামলা দিয়ে হস্তান্তর করে।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটক করে নিয়মিত মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছেন। আজ (শনিবার) সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানোর হয়েছে।

সারাবাংলা/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর