বঙ্গোপসাগর থেকে ৫ দিন পর ১৫ জেলে উদ্ধার
২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৫
চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগর থেকে ১৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
এর আগে, শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গভীর সাগরের পতেঙ্গা লাইট হাউস থেকে তাদের উদ্ধার করা হয়।
কমান্ডার আব্দুর রহমান সারাবাংলাকে জানান, গত বুধবার (২৭ আগস্ট) সকালে ‘এফবি মায়ের আশীর্বাদ’ নামের একটি ফিশিং বোট চট্টগ্রাম মৎস্য বন্দর থেকে মাছ ধরার উদ্দেশে সাগরে যায়। একপর্যায়ে দুপুরে ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনে যোগাযোগ করে। পরবর্তীতে কোস্ট গার্ডের পতেঙ্গা কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে তিন সদস্যের একটি উদ্ধারকারী দল উত্তাল সাগরে এক ঘণ্টা অভিযান চালিয়ে পতেঙ্গা লাইট হাউসের আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূর থেকে ওই জেলেদের উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া জেলেরা সবাই চট্টগ্রাম জেলার বাসিন্দা। প্রাথমিক চিকিৎসা শেষে বোটসহ ওই জেলেদের ফিশিং বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/আইসি/এমও