Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩২

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করা হয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক হামলা চালায় রাশিয়া। যুদ্ধ শুরুর আগে রেজনিকভকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন জেলেনস্কি।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে দেওয়া ভাষণে রেজনিকভের বরখাস্তের কথা জানান জেলেনস্কি। ভাষণে তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন পদ্ধতি গ্রহণের সময় এসেছে।

তিনি বলেন, গত ৫৫০ দিন ধরে চলা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সময় রেজনিকভ প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। কিন্তু এখন নতুন দৃষ্টিভঙ্গি দরকার। সেনা ও সমাজের নতুনভাবে মিথষ্ক্রিয়া প্রয়োজন।

রেজনিকভের জায়গায় ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন রুস্তেম উমরেভ। তিনি ইউক্রেনের রাষ্ট্রীয় তহবিল পরিচালনার দায়িত্বে ছিলেন।

জেলেনস্কি তার ভাষণে বলেন, আমি উমেরভকে প্রতিরক্ষামন্ত্রী করেছি। আশা করি পার্লামেন্ট তাকে অনুমোদন করবে।

ইউক্রেনীয় মিডিয়ার খবরে বলা হচ্ছে, রেজনিকভ লন্ডনে কিয়েভের নতুন রাষ্ট্রদূত হতে পারেন। সেখানে তিনি সিনিয়র রাজনীতিবিদদের সঙ্গে ইতোমধ্যে সুসম্পর্ক গড়ে তুলেছেন।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর