Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডেঙ্গুতে প্রতিদিন মানুষ মরলেও সবাই যেন তামাশা দেখছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৪

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (এমপি) বলেছেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কারও যেন কোন দায় নেই। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। সবাই যেন তামাশা দেখছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ।

সোমবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী রোববার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩৪ জন মারা গেছেন। সাধারণ মানুষের ধারণা মৃতের সংখ্যা আরও বেশি। সরকারি হিসাবে এ পর্যন্ত এক লাখ ৩০ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে বাসা-বাড়িতে কত লাখ মানুষ চিকিৎসা নিয়েছে তার কোন হিসাব নেই কারও কাছে।

তিনি বলেন, সরকারি হিসাবে গতকালও দুই হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে জায়গা পাচ্ছেন না ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ডেঙ্গু আক্রান্ত মানুষের মাঝে চিকিৎসার জন্য হাহাকার, দেখার যেন কেউ নেই। ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।

জি এম কাদের আরও বলেন, রাজধানীর দুই সিটি কর্তৃপক্ষ ডেঙ্গু নিধনের নামে সাধারণ মানুষকে হতাশ করেছে। মশা নিধনে যে ওুষদ স্প্রে করছে, তাতে সাধারণ মানুষের বিশ্বাস নেই। সাধারণ মানুষ মনে করে, দুর্নীতির জন্যই নকল ঔষধ স্প্রে করছে কর্তৃপক্ষ।

তিনি বলেন, দেশের মানুষ জানতে চায়, ডেঙ্গু নিধনে সরকার কী কার্যক্রম হাতে নিয়েছে। আর, মশা নিধনে ব্যবহৃত ওষুধ কেনার নামে কোন দুর্নীতি হলে দায়ীদের বিচারের মুখোমুখি করতেও হবে।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ

জাপা জি এম কাদের টপ নিউজ ডেঙ্গু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর