যুগ্মসচিব হলেন ২২১ কর্মকর্তা
স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৬
৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৬
ঢাকা: নির্বাচনের আগে প্রশাসনের কর্মকর্তাদের যেমন রদবদল দেখা যাচ্ছে, তেমনি পদোন্নতি দেওয়া হচ্ছে। সোমবার (৪ সেপ্টেম্বর) উপসচিব থেকে ২২১ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এদিন রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র ই-মেইল [email protected] এ পাঠাবেন।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ছয় উপসচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্মসচিবদের পদায়ন করে এখন পর্যন্ত কোনো আদেশ জারি করা হয়নি।
সারাবাংলা/জেআর/পিটিএম