Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে অঘোষিত সফরে ব্লিনকেন

আন্তর্জাতিক ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৭

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেন পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেনে পৌঁছেছেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধে পাল্টা আক্রমণের অগ্রগতির খোঁজখবর নিতে তিনি এ সফর করছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এছাড়া এই সফরে ইউক্রেনের জন্য আরও ১ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করতে পারেন তিনি।

ব্লিনকেনের এই সফরের ব্যাপারে আগে কোনো কিছু জানায়নি মার্কিন প্রশাসন। তবে বুধবার (৬ সেপ্টেম্বর) তিনি কিয়েভে পৌঁছানোর পর  সফরের খবর প্রকাশ হয়। এদিন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক সিনিয়র কর্মকর্তা ব্লিনকেনের কিয়েভ সফর সম্পর্কে ব্রিফ করেন। তিনি ইউক্রেনে দুই দিন অবস্থান করবেন বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ব্লিনকেন তার সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সুশীল সমাজের ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সিএনএনের খবরে বলা হয়, পোল্যান্ড থেকে ট্রেনে রাতভর ভ্রমণ করে কিয়েভে পৌঁছান ব্লিনকেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলার পর এ নিয়ে তৃতীয়বার ইউক্রেন সফরে গেলেন ব্লিনকেন।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর