Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনের নামে সহিংসতা করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৭

নারায়ণগঞ্জ: আন্দোলনের নাম সহিংসতা করলে কাউকে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, বিএনপি-জামায়াত ২০১৩ ও ১৪ সালে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে, জীবজন্তুও বাদ যায়নি। তারা মানুষ পুড়িয়েছে আর প্রধানমন্ত্রী বার্ন ইউনিট করে মানুষকে সুস্থ করেছেন। আন্দোলনের নামে আবারও যদি তারা সহিংসতা করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

বৃহস্প‌তিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে পুলিশ সুপার কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মাদক নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক এদেশে তৈরি হয় না। পাশের দেশ থেকে আসে। ভারতের সঙ্গে আলাপের ফলে ফেনসিডিল আসা কমেছে। তবে মিয়ানমারের সঙ্গে কথা বলেও তেমন লাভ হয়নি। কোস্টগার্ড ও বিজিবিকে আরও শক্তিশালী করা হয়েছে।

পরে মন্ত্রী নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং সমাবেশে যোগ দেন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, লিয়াকত হোসেন খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর