জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে আটক ৪৫
৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৬
ঢাকা: অনুমতি না থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ লাগে। এসময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ নেতাকর্মীদের আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জিয়াউল আহসান তালুকদার বলেন, পূর্বানুমতি ছাড়াই জামায়াত রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেছিল। লাঠি চার্জ তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এসময় জামায়াতের ৪০ থেকে ৪৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
তবে জামায়াতের প্রচার শাখা থেকে বলা হয়েছে, ভোটের অধিকার ফেরত পেতে ও সাঈদীর গায়েবানা নামাজে গুলিবর্ষণের প্রতিবাদে জামায়াতের আজকে বিক্ষোভ মিছিল ছিল। সেখানে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। টিয়ারশেল ও রাবার বুলেট মেরেছে। লাঠিচার্জ করেছে। অনেক নেতাকর্মী আহত হয়েছে। তাদের চিকিৎসা না দিয়ে আটক করে নিয়ে গেছে। প্রায় অর্ধশত নেতাকর্মীকে আটক করা হয়েছে।
সারাবাংলা/ইউজে/এনএস