Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ৩ নেতার বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৫

ঢাকা: রাজধানীর মুগদা থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ২৮ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। এর ফলে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আসিফ ইকবালের আদালত এই আদেশ দেন।

বিচার শুরু হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন, আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সফু, শিরিন সুলতানা, হাবিব-উন-নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলু, শওকত মাহমুদ, জামায়াত নেতা কফিল উদ্দিনসহ অনেকে।

বিজ্ঞাপন

এদিন আসামিদের পক্ষে আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের প্রার্থণা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জের আদেশ দেন।

অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ মার্চ রাতে বিএনপির ডাকা লাগাতার হরতাল-অবরোধের মধ্যে মুগদা থানার জিরো পয়েন্ট এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ৫/৬ জন পথচারী আহত হয়। এ ঘটনায় মুগদা থানার সাব-ইন্সপেক্টর দেলোয়ার হোসেন মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগে বলা হয়, বিএনপি-জামায়াত নেতাদের নির্দেশে ২৫/৩০ জন এ ককটেল বিস্ফোরণেরর ঘটনা ঘটায়। ২০১৭ সালের ২৩ আগস্ট মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেন মুগদা থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম চৌধুরী।

সারাবাংলা/এআই/এমও

বিএনপি মুগদা থানা