Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি: সোমবার ২৮৯৮ পরীক্ষার্থী অনুপস্থিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৪

প্রতীকী ছবি

ঢাকা: এইচএসসি ও সমমানের সোমবারের (১১ সেপ্টেম্বর) পরীক্ষায় নয়টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল দুই হাজার ৮৯৮ জন শিক্ষার্থী। অনুপস্থিতির হার এক দশমিক সাত শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার (১১ সেপ্টেম্বর) নয়টি শিক্ষাবোর্ডে অর্থনীতি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট দুই হাজার ৮৯৮ জন শিক্ষার্থী অংশ নেয়নি।

সূত্র আরও জানায়, অনুপস্থিতির মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে ৭১৬ জন, রাজশাহীতে ২৩৬, কুমিল্লা ৩৫৬, যশোর ১৮৯, চট্টগ্রাম ৪৭২, সিলেট ৩৪৯, দিনাজপুরে ৩৩৭, ময়মনসিংহে ১৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে এদিন অসদুপায় অবলম্বনের দায়ে কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।

এর আগের দিন অর্থাৎ রোববার (১০ সেপ্টেম্বর) নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল দুই লাখ ৭১ হাজার ৫৪৯ জন। এর মধ্যে দুই লাখ ৬৮ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়।

সারাবাংলা/জেআর/এনইউ

এইচএসসি পরীক্ষা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর