Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এডিসি হারুন বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৮

এডিসি হারুন (বাঁয়ে) ও আহত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈম (ডানে)। ছবি: সংগৃহীত

ঢাকা: ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় ধরে নিয়ে বেধড়ক পিটুনির ঘটনায় ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশিদকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৩৯ (১) ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ সোমবার থেকেই বরখাস্ত হয়েছেন হারুন-অর-রশিদ। বরখাস্ত থাকাকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

আরও পড়ুন- হারুন কাণ্ডে ছাত্রলীগের পাশে ছাত্রদল

গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুন-অর-রশিদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার দুই নেতা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।

এ ঘটনার জের ধরে রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে এডিসি হারুনকে প্রথমে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে ডিএমপি। তাকে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়। তবে কয়েক ঘণ্টা পরিই পুলিশ সদর দফতরের আরেক আদেশে তাকে আমর্ড পুলিশ ব্যাটালিয়নে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

সারাবাংলা/ইউজে/একে

এডিসি হারুন বরখাস্ত সাময়িক বরখাস্ত হারুন অর রশিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর