Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব ব্যবস্থায় নতুন যুগের শুরু: ব্লিনকেন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৪

বিশ্ব কূটনৈতিক ব্যবস্থায় একটি যুগের সমাপ্ত হয়েছে, শুরু হয়েছে নতুন যুগ। নতুন এই ব্যবস্থায় রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান হুমকি কাটিয়ে উঠতে হবে। আর এতে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এসব কথা বলেছেন। বুধবার ওয়াশিংটনের জন হপকিন্স ইউনিভার্সিটিতে এক বক্তৃতায় ব্লিনকেন বলেন, ‘এক যুগের অবসান ঘটছে, একটি নতুন যুগ শুরু হচ্ছে। আমরা এখন যে সিদ্ধান্তগুলো নিচ্ছি তা আগামী কয়েক দশকের ভবিষ্যতের রূপ দেবে।’

তিনি বলেন, ‘স্নায়ুযুদ্ধ পরবর্তী ব্যবস্থা শেষ হয়েছে। কারণ দশক ধরে আপেক্ষিক ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা কর্তৃত্ববাদী শক্তির সঙ্গে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।’

ব্লিনকেনের মতে, কর্তৃত্ববাদী শক্তিগুলোর নেতৃত্ব দিচ্ছে রাশিয়া এবং চীন। তিনি বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সবচেয়ে সাম্প্রতিক যা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য সবচেয়ে তীব্র হুমকি।’

তার দাবি, চীন সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ এটি আন্তর্জাতিক শৃঙ্খলা নতুনভাবে নির্মাণ করতে চায়। তা করার জন্য অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগত শক্তির বিকাশ করছে বেইজিং।

বেইজিং এবং মস্কো তাদের ‘সীমাহীন’ অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বকে স্বৈরাচারের জন্য নিরাপদ করতে একসঙ্গে কাজ করছে। ব্লিনকেনের যুক্তি, রাশিয়া এবং চীন বিদ্যমান বিশ্ব ব্যবস্থাকে ‘পশ্চিমা আরোপিত’ হিসেবে মনে করেছে। কিন্তু এই ব্যবস্থাটি সর্বজনীন মূল্যবোধের উপর ভিত্তি করে এবং আন্তর্জাতিক আইনে অন্তর্ভুক্ত।

ব্লিনকেন মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার ‘ভদ্রতার’ কারণে ‘শক্তিশালী অবস্থান থেকে’ নতুন বিশ্ব ব্যবস্থায় নেতৃত্ব দেবে। তিনি বলেন, ‘আমরা জানি, যাদের জন্য পুরানো ব্যবস্থা প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে এমন অনেক দেশ ও নাগরিকদের আস্থা অর্জন করতে হবে আমাদের।’

ব্লিনকেন জানান, ওয়াশিংটনের সাফল্যের চাবিকাঠি হবে জোট। তিনি দাবি করেন, ন্যাটোর সক্ষমতা এবং প্রাসঙ্গিকতা প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ হওয়ার মাত্র কয়েক বছর পর পশ্চিমা সামরিক ব্লকটি আগের চেয়ে আরও বড়, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হয়ে উঠেছে।

সারাবাংলা/আইই

অ্যান্টোনি ব্লিনকেন টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর