Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাইরে ডেঙ্গু রোগী ছাড়াল ১ লাখ

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৭

এ বছর শিশুদের মধ্যে ডেঙ্গুতে আ্রক্রান্ত হওয়ার হারও বেশি। সারাবাংলা ফাইল ছবি

ঢাকা: ডেঙ্গুর হটস্পট ঢাকা শুরু থেকেই। তবে এ বছর ঢাকার বাইরেও ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। কয়েক দিন আগে ঢাকা মহানগরীর বাইরের ডেঙ্গু রোগীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে অন্যান্য জেলা। এবার ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সেই সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য বলছে, এদিন পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৭৫ হাজার ৮৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে ঢাকা মহানগরীর বাইরে দেশের অন্যান্য স্থানের সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯৭৭ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ঢাকার বাইরের সরকারি হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে থাকে আগস্ট থেকেই। সেপ্টেম্বরে এসে সেই সংখ্যা ঢাকার চেয়ে বাড়তে শুরু করে। এখন প্রতিদিন ঢাকায় যে পরিমাণ নতুন ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে, ঢাকার বাইরে পাওয়া যাচ্ছে তার দ্বিগুণ বা তিন গুণ।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যই যেমন বলছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে তিন হাজার ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে রোগীর সংখ্যা ৮৫৭ জন, আর ঢাকার বাইরের রোগী দুই হাজার ১৫৮ জন।

আক্রান্ত বেশি ঢাকা বিভাগে

রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৭৫ হাজার ৮৩৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন আরও ২৬ হাজার ৭৪৬ জন। ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু রোগী পাওয়া গেছে মাদারীপুরে— দুই হাজার ৮৮৫ জন। এর পরেই দুই হাজার ৫১১ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে মানিকগঞ্জে।

বিজ্ঞাপন

ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় আক্রান্তদের ২৪ হাজার ৫৯৯ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এই বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭ জন।

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ২৫ হাজার ২৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৭৭ জন। এর মধ্যে ৪২ জনেরই মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা আট হাজার ৩৮৯ জন।

চট্টগ্রাম বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে লক্ষ্মীপুরে সর্বোচ্চ তিন হাজার ৬৭৮ জন ও চাঁদপুরে তিন হাজার ২৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তৃতীয় সর্বোচ্চ ডেঙ্গু রোগী পাওয়া গেছে বরিশাল বিভাগে। এই সংখ্যা ২০ হাজার ৭৮১ জন। এর মধ্যে মারা গেছেন ৮২ জন। বাকিদের মধ্যে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন চার হাজার ৬৮৮ জন রোগী, তাদের মধ্যে মারা গেছেন ৫৫ জন। এ ছাড়া পিরোজপুরে ডেঙ্গু রোগী পাওয়া গেছে তিন হাজার ৪৫৩ জন।

খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ১১ হাজার ৫১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, মারা গেছেন ৩৬ জন। এই বিভাগে সবচেয়ে বেশি এক হাজার ৮৬২ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে যশোর জেলায়।

এ ছাড়া রাজশাহী বিভাগে ডেঙ্গু রোগী পাওয়া গেছে ছয় হাজার ৯২৪ জন, মারা গেছেন ১৩ জন। ময়মনসিংহ বিভাগে পাঁচ হাজার ৯২ জন ডেঙ্গু রোগীর মধ্যে মারা গেছেন ১১ জন। রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিন হাজার ৫২৯ জন ডেঙ্গু রোগী, যার মধ্যে পাঁচজন মারা গেছেন। আর সিলেটে এক হাজার ১১৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে মারা গেছেন একজন।

সারাবাংলা/এসবি/টিআর

টপ নিউজ ডেঙ্গু ডেঙ্গু রোগী স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর