কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল ভারত
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৩
কানাডায় খলিস্তানিপন্থি নেতা হরদীপ সিংহ নিজ্জর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতের সঙ্গে কূটনীতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে দেশটির। দুই দেশই একে অপরের কূটনৈতিককে বহিষ্কার করে। এ পরিস্থিতিতে কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক নির্দেশনায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। সেখানে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার কার্যক্রম স্থগিত রাখা হবে।
কূটনৈতিকদের রবাত দিয়ে ভারতের সংবাদমাধ্যমগুলো জানান, প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে।
এ পরিস্থিতির মধ্যেই গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে কানাডায় আরেক খালিস্তানপন্থি শিখ নেতা সুখদুল সিং খুন হয়েছেন। উইনিপেগে গ্যাংওয়ারে প্রাণ খুইয়েছেন সুখদুল সিং নামের এক শিখ গ্যাংস্টার। তিনি সুখা দুনেক নামেও পরিচিত। কানাডায় খলিস্তানপন্থি আন্দোলনে তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। ইতোমধ্যেই সুখদুল-হত্যার দায় স্বীকার করেছে প্রতিপক্ষ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে প্রকাশিত একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘পাপের শাস্তি’ পেয়েছেন সুখদুল।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সুখদল নিজে একজন গ্যাংস্টার। তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে ভারতের পাঞ্জাবে। ২০১৭ সালে ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারত থেকে কানাডায় পালিয়ে যান তিনি। সুখদলকে পালাতে সহযোগিতার দায়ে পাঞ্জাবের মেগা অঞ্চলের দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল।
এর আগে, গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। তিনি ভারতের পাঞ্জাব প্রদেশে আলাদা ও স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ের অন্যতম নেতা। তবে ভারত তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করেছিল। ভারতের অভিযোগ, নিজ্জার দেশটিতে সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন।
নিজ্জার হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ভারতকে দায়ী করে আসছেন কানাডায় খালিস্তানপন্থি শিখরা। সেদেশে ভারতীয় হাইকমিশনের সামনে ভারতীয় কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান ও কুশপুত্তলিকা দাহ করে বিচার দাবি করেছেন তারা।
চলতি মাসে দিল্লিতে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে এ প্রসঙ্গ তুলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভারতীয় হাইকমিশনের সামনে খালিস্তানপন্থি শিখদের আন্দোলন প্রসঙ্গে কানাডা সরকারের নিষ্ক্রিয়তার বিষয়টি সামনে আনেন। এছাড়া সেদেশে খালিস্তানপন্থিদের মদত দেওয়ার জন্য কানাডা সরকারের সমালোচনা করেন মোদি। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
সবশেষ সোমবার পার্লামেন্টে জাস্টিন ট্রুডো নিজ্জার হত্যার পেছনে ভারতীয় এজেন্টদের হাত থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন। তার এমন কথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের চির ধরে। মঙ্গলবার কানাডায় নিযুক্ত ভারতীয় গোয়েন্দা সংস্থা র’য়ের শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করে টরেন্টো। একই দিন পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লিতে নিযুক্ত জ্যেষ্ঠ এক কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয় ভারত।
আরও পড়ুন:
- এবার কানাডায় গ্যাংওয়ারে খুন আরেক খালিস্তানপন্থি শিখ
- কানাডা ভ্রমণে সতর্কতা জারি ভারতের
- শিখ নেতা হত্যার গোয়েন্দা তথ্য নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র-কানাডা
- খলিস্তানপন্থি নিজ্জার হত্যা: ভারত নিয়ে সুর পাল্টালেন ট্রুডো
- এবার কানাডার জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করল ভারত
- শিখ নেতা হত্যা: কানাডা থেকে ‘র’ প্রধান বহিষ্কার
সারাবাংলা/এনএস