Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাইস কুকারে মিলল দেড় কোটি টাকার সোনা, যাত্রী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৪ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার সোনা উদ্ধার করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, রাইস কুকারে লুকিয়ে সোনাগুলো এনেছিলেন ওই যাত্রী। তাকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা ২৪ মিনিটে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসেন। আটক মোহাম্মদ আলীর (৩৩) বাড়ি হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী গ্রামে।

বিজ্ঞাপন

বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ কমিশনার মো. আহসান উল্যাহ সারাবাংলাকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রী মোহাম্মদ আলীর লাগেজ তল্লাশি করা হয়। সেখানে একটি রাইস কুকারের ভেতর থেকে ২৪ ক্যারেটের ১ কেজি ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

রাইস কুকারের ভেতরের অংশ ভেঙে ফেলে সেখানে স্বর্ণগুলো নেওয়া হয়েছিল। ওপরে দেখতে রাইস কুকার মনে হলেও আসলে সেটি ছিল লোহার খাঁচা। স্ক্যানিংয়ে যাতে ধরা না পড়ে সেজন্য এ কৌশল নিয়েছিল। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও কাস্টমসের এ কর্মকর্তা জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এমও

যাত্রী আটক রাইস কুকার সোনা

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর