ঝিনাইদহে সাংবাদিক সাদ্দাম হোসেনকে মারপিট, বাড়িঘরে হামলা
২২ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৯
ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় চ্যানেল ২৪’র জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনকে বেধড়ক মারপিট করা হয়েছে। সেই সঙ্গে তার বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
আহত সাদ্দাম হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সাদ্দাম হোসেন গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে গাড়াগঞ্জ বাজারে ওই এলাকার বিপ্লব হোসেন ও তার চাচা ফিরোজ হোসেন হামলা চালায়। পরে সাদ্দামের স্বজনরা উদ্ধার করে সাদ্দামকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। শুধু তাই নয়, পরে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লার নির্দেশে তার সমর্থকরা সাদ্দামের বাড়িতেও হামলা চালায়।
সাদ্দামের স্বজনরা জানায়, ২০২২ সালের প্রথম দিকে সাদ্দাম হোসেনের নামে ফেসবুকে বিরূপ মন্তব্য করত গাড়াগঞ্জ এলাকার বিপ্লব হোসেন। চলতি বছরের জুলাই মাসে গোয়েন্দা পুলিশ বিপ্লব হোসেনকে শনাক্ত করে ধরে নিয়ে আসে। তখন সে ঘটনার ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চায়।
থানায় জিডি করা ও পুলিশ আটক করার কারণে বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানায় সাদ্দামের সহকর্মীরা।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাদ্দামের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজীব হাসানসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।
সারাবাংলা/একে