৭ দাবিতে চট্টগ্রামে ঐক্য পরিষদের গণঅনশন
২২ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩২
চট্টগ্রাম ব্যুরো: ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগরে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর আন্দরকিল্লা মোড়ে কেন্দ্রঘোষিত এ কর্মসূচি পালন করে সংগঠনটির চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখা। নগরীর বিভিন্ন থানা ও উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।
কর্মসূচি থেকে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবির মধ্যে আরও আছে— সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, সমতলের অধিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ কার্যকরীকরণ এবং বৈষম্য বিলোপ আইন প্রণয়ন।
গণঅবস্থান কর্মসূচিতে ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনি ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের পর আমরা আশা করেছিলাম ২০২১ সালের মধ্যে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। কিন্তু এ ব্যাপারে কোনো অগ্রগতি পরিলক্ষিত না হওয়ায় ২০২২ সালের জানুয়ারি মাসের পর থেকে আমরা দাবি আদায়ে পর্যায়ক্রমে আন্দোলন কর্মসূচি পালন করে আসছি। আন্দোলনের পাশাপাশি ঐক্য পরিষদ প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আলোচনায়ও বসেছে। কিন্তু এ পর্যন্ত তেমন কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি।’
‘এজন্য আমাদের আবারও মাঠে নামতে হয়েছে। আমরা অবিলম্বে আমাদের দাবির বাস্তবায়ন চাই। আমরা আর অবহেলিত হতে চাই না, নির্যাতিত হতে চাই না। আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র চাই না, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই,’— বলেন শ্যামল কুমার।
দুর্গাপূজার সময় রাজনৈতিক দলগুলোকে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অক্টোবরে শারদীয় দুর্গোৎসব শুরু। এই শারদীয় দুর্গাপূজা চলাকালে কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক কর্মসূচি দয়া করে নেবেন না, যাতে এ বিষয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, পূজারীরা কোনোভাবে শঙ্কিত হয়। যারা আমাদের এই আহবানে সাড়া দেবেন, আমরা তাদের বন্ধু হিসেবে দেখতে চাই। আর সাড়া না দিলে আমরা এটুকুই বলব, ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য তারা অন্তরায়।’
ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগরের সভাপতি পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন উত্তর জেলার সভাপতি ইন্দুনন্দন দত্ত, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নীলু নাগ ও রুমকি সেনগুপ্ত, অধ্যাপিকা বিজয় লক্ষ্মী দেবী এবং নগর যুব ঐক্য পরিষদের সভাপতি রুবেল পাল।
সারাবাংলা/আরডি/টিআর