Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৮

ফাইল ছবি

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। লিখিত পরীক্ষায় ডাক না পাওয়ায় অনিয়মের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন প্রার্থী জোবেদা আক্তার।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কর্মসূচি প্রত্যাহার করে ক্যাম্পাস ছাড়েন।

বেরোবি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ছিলেন জোবেদা আক্তার। অনার্সে ৩ দশমিক ৬২ এবং মাস্টার্সে ৩ দশমিক ৫৫ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন তিনি। এজন্য ২০১৮ সালে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পান তিনি।

জোবেদা আক্তার দাবি, তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান ও প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত হয়েও লিখিত ও মৌখিক পরীক্ষায় তাকে ডাকা হয়নি। এ ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছেন তিনি।

প্ল্যাকার্ড হাতে জোবেদা আক্তার, ছবি: সারাবাংলা

প্ল্যাকার্ড হাতে জোবেদা আক্তার, ছবি: সারাবাংলা

তিনি বলেন, ‘গত বছরের ১৯ ডিসেম্বর ইতিহাস বিভাগে ১ জন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আমি আবেদন করি। ওই পদের জন্য চলতি বছরের ২১ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলেও আমাকে লিখিত পরীক্ষার বিষয়ে জানানো হয়নি। পরে জানিতে পারি ২১ সেপ্টেম্বরই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমি মনে করি নিয়োগের বিষয়টি পরিকল্পিত ও সাজানো।’

জোবেদা আক্তার বলেন, ‘বিজ্ঞপ্তিতে একজন প্রভাষক নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ থাকলেও দু’জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশ মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অতিরিক্ত নিয়োগ দেওয়া অবৈধ। যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা সবাই আমার চেয়ে চেয়ে কম যোগ্যতা সম্পন্ন। তাই অবৈধ নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ শুরুর দাবি জানাই।’

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আলমগীর চৌধুরী বলেন, ‘এবিষয়ে আমার জানা নেই, খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি। নিয়োগ স্বচ্ছ হয়েছে।’

সারাবাংলা/আরএইচএস/এনএস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর