Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনায় গাজীপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স

সারাবাংলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩৪

ঢাকা: যমুনা ব্যাংক লিমিটেড লিড ব্যাংক হিসেবে গাজীপুর জেলায় আরও ৪৩টি ব্যাংকের অংশগ্রহণে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্দেশে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইনন্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক মো. আবুল বশর। বিশেষ অতিথি ছিলেন একই ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মো. মোশাররফ হোসেন এবং গাজীপুর জেলার শিক্ষা কর্মকর্তা।

এতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন যমুনা ব্যাংকের ব্যাংকিং অপারেশন ডিভিশনের বিভাগীয় প্রধান মো. আব্দুস সোবহান।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সারাবাংলা/জেজে/এমও

ব্যাংকিং কনফারেন্স যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর