Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৫

জয়পুরহাট: জয়পুরহাটে মিজানুর রহমান হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-পাঁচবিবি উপজেলার টিএন্ডটি পাড়ার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বী ও নাকুরগাছীর মোবারকের ছেলে ওসমান গণি রুবেল। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহেল রানা নামে একজনকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের হেলাল উদ্দীনের ছেলে মিজানুর রহমান ২০০৭ সালের ১৯ অক্টোবর অজ্ঞাত ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান।এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে গলা কেটে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়। পরে ২২ অক্টোবর সকালে দমদমা শ্মশান ঘাটের ছোট যমুনা নদীর পাশের একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা একই দিন পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর