মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
২৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:২০
মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের ত্বরা এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের মোল্লা (২৩) উদ্দীপন এনজিও’র সিও হিসেব কাজ করতেন। তার বাড়ি জেলার শিবালয় উপজেলায়।
ঘিওর থানার ওসি আমিনুর রহমান বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মোটরসাইকেলযোগে দু’জন আরিচা যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পরিবহনের একটি চাপায় মোটরসাইকেল আরোহী কাদের মোল্লা ঘটনাস্থলে নিহত হন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক যাত্রী।
নিহত কাদের মোল্লা বানিয়াজুরি এলাকায় উদ্দীপণ নামক একটি এনজিও সংস্থায় কর্মরত ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, বলেও জানান তিনি।
উদ্দীপনের ম্যানেজার গোলাম রব্বানী বলেন, ‘অল্প কিছুদিন হলো আব্দুল কাদের মোল্লা এনজিওতে কাজ করছেন। ছুটির দিনে মোটরসাইকেল নিয়ে তিনি কোথায় গিয়েছিলেন সেটা এখনও জানতে পারিনি। দুর্ঘটনার খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই তার মরদেহ পড়ে আছে।’
সারাবাংলা/এমও