Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ডেঙ্গু কমছে: স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২১

মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ঢাকায় ডেঙ্গু কমছে। তবে কয়েকটি জেলায় বাড়লেও ধীরে ধীরে সেখানেও কমে আসবে। সবাই মিলে সচেতন হলে মৃত্যু ও সংক্রমণ হার কমে আসবে। সবাইকে সচেতন থাকতে হবে।’

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

ডেঙ্গুর টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘টিকা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে। বিশ্বে দুইটি টিকা আবিস্কারও হয়েছে। কিন্তু সেই টিকাগুলো সেভাবে ব্যবহার হয় না। টিকা ডেঙ্গুর প্রতিষেধক হিসেবে কাজ করে। ৪ টাইপের ডেঙ্গু আছে, চার টাইপের ভাইরাস আছে। টিকায় কিছু ভাইরাস দমন করা যায়, কিন্তু যাদের অন্য টাইপের ভাইরাস আক্রান্ত করেছে তাদের অবস্থা বেশি খারাপ হয়ে যায়। কাজেই টিকা আপাতত কাজে আসছে না।’

‘দেশে আইসিডিডিআরবি পরীক্ষামূলকভাবে একটি টিকার গবেষণা করেছে। তারা বলেছে সেটি বেশ কার্যকর। তবে সেটির আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ডাব্লিওএইচও’র অনুমোদন লাগবে। অনুমোদন পেলে আমরা সেটি ব্যবহার করতে পারবো। তবে এখনও পৃথিবীর কোথাও কোনো কার্যকরী টিকা ব্যবহার হচ্ছে না’, বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে, ডেঙ্গুরোগীদের জন্য স্যালাইনের কোনো সংকট নেই বলে জানান মন্ত্রী।

রোগীর সংখ্যা কমাতে হলে মশা মেরে কমাতে হবে বলেও জানান মন্ত্রী। আর এ ব্যাপারে সিটি করপোরেশন ও পৌরসভাসহ জনগণকেই সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

সারাবাংলা/এমও

জাহিদ মালেক ডেঙ্গু স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর