Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৩ ২২:০৯

ঢাকা: রাজধানীর বনানী কবরস্থানের পাশে রেললাইনে ট্রেনের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রাজশাহী পোস্ট অফিসে চাকরি করতেন।

রোববার (১অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনেরর মাধ্যমে পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। রফিকুল রাজশাহীতে পোস্ট অফিসে চাকরি করতেন এবং সেখানে থাকতেন। স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, রফিকুল ইসলাম অফিসের কাজের জন্য দুই দিন আগে ঢাকায় আসেন।

এসআই আরও জানান, কবরস্থান এলাকায় গিয়ে জানা যায়, বিকেলে বনানী কবরস্থানের পাশের রেললাইন দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা তারাকান্দাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ট্রেনের ধাক্কা নিহত

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর