মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৯
২ অক্টোবর ২০২৩ ১১:৪৪
মেক্সিকোর একটি গির্জার ছাদ ধসে ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অন্তত ২০ জন।
স্থানীয় সময় রোববার (২ অক্টোবর) বিকেলে দেশটির সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজের গির্জায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০০ মানুষ গির্জার ভেতরে ছিল।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ছাদ ধসে পড়ার পরে ৪৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উপকূলীয় রাজ্য তামাউলিপাসের পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু আছে। উদ্ধার কাজ চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ধসে পড়া গির্জার ভবনের সামনে উৎসুক জনতা ভিড় করেছে। ভিতরে আটকে পড়াদের খোঁজ চলছে।
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ চালাতে স্থানীয়রা বেলচা ও পিক্যাক্স নিয়ে আসছে। এ ছাড়া জরুরি পরিসেবা থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
যদিও মেক্সিকোতে ভূমিকম্পে ভবন ধ্বসের ঘটনা স্বাভাবিক। কিন্তু জাতীয় সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে, দেশটিতে কোনো ভূমিকম্প অনুভূত হয়নি।
সারাবাংলা/ইআ