Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৩ দিন পর কৃষকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৩ ১৮:২২

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর থেকে নিখোঁজের ৩দিন পর আব্দুস সামাদ নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার মদনপুর গ্রামের মাঠ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সে মদনপুর গ্রামের মৃত ইয়াজউদ্দিনের ছেলে।

মহেশপুর থানার ওসি খন্দকার শামিম আহমেদ জানায়, গত শুক্রবার রাতে আব্দুস সামাদ রাতে খাবার খেয়ে মদনপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুজিঁর পর আজ সকালে বাড়ির পার্শ্ববর্তী মদনপুর গ্রামের মাঠের ধান খেতে তার অর্ধগলিত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলেও পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

কৃষক ঝিনাইদহ নিখোঁজ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসের মানে অবনতি
১২ জুলাই ২০২৫ ১২:৩৮

আরো

সম্পর্কিত খবর