ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেছেন, ‘ডেঙ্গু আক্রান্ত নারীরা যেকোনো কারণেই হাসপাতালে দেরি করে আসছেন। এছাড়া গর্ভবতীরা ডেঙ্গু আক্রান্ত হলে ঝুঁকি বাড়ে। এ সব মিলিয়ে এবার ডেঙ্গুতে নারীদের মৃত্যু বাড়ছে।’
বুধবার (৪ অক্টোবর) বিকেলে এডিস সার্ভের ফলাফল নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির অতিরিক্তি মহাপরিচালক।
ডা. আহমেদুল কবীর বলেন, ‘বেশ কিছু কারণে নারীদের মৃত্যুর হার বেশি পাচ্ছি। প্রথমত আমাদের ফিমেলরা যেকোনো কারণেই হাসপাতালে দেরি করে আসছেন। আরেকটি বিষয় হলো এবছর প্রেগন্যান্ট মায়ের অনেক বেশি ডেঙ্গু আক্রান্তের ইতিহাস পাওয়া গেছে, আপনারা জানেন প্রেগন্যান্ট মায়েরা ডেঙ্গুতে একটু বেশি ভার্নারেবল, যে কারণে এবার অনেক বেশি তাদের মৃত্যু হয়েছে।’
ডেঙ্গু সংক্রমণ কবে কমবে— এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘টেম্পারেচার ডাউন না হলে হয়তো ডেঙ্গু সংক্রমণ কমবে না। ডেঙ্গুটা এখন টেম্পারেচারের ওপর নির্ভরশীল। বৃষ্টি না থামলে কমার সম্ভাবনা দেখছি না।’
ডেঙ্গু সংক্রমণ প্রকৃতির ওপর নির্ভরশীল না হলেও এডিস মশার বংশ বৃদ্ধি ঠিকই প্রকৃতির ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।