‘দেশকে যে জায়গায় নিয়ে এসেছি, এটা যেন চলমান থাকে’
৮ অক্টোবর ২০২৩ ১৫:৪৭
ঢাকা: প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাদের রত্ন হিসাবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, দিনরাত পরিশ্রম করে আজ পর্যন্ত দেশের উন্নয়ন যতটুকু করতে পেরেছি, ভবিষ্যতে যেন এটা স্থায়ী হয়, চলমান থাকে সেটাই আমার একমাত্র দাবি সবার কাছে।’
তিনি বলেন, ২০৪১ এর বাংলাদেশের মূল কারিগর এবং সৈনিক হবে আজকের নবীন কর্মকর্তারা। তখন তো আর আমরা থাকব না। কিন্তু দেশটা যেন এগিয়ে যায়। দিনরাত পরিশ্রম করে আজকে বাংলাদেশটাকে যে জায়গাটায় নিয়ে এসেছি। বাংলাদেশ যেন এখান থেকে কিছুতে পিছিয়ে না যায়। আজকে পর্যন্ত যতটুকু করতে পেরেছি ভবিষ্যতের জন্য যেন এটা স্থায়ী হয় চলমান থাকে সেইটুকুই আমার একমাত্র দাবি সবার কাছে।
রোববার (৮ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ৫টি প্রকল্প/কর্মসূচির আওতায় নির্মিত ভবন ও জেমস (GEMS) সফটওয়্যারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “চাকরি শুধু চাকরি না, এটা দেশের সেবা করা। সেই কথা সবাইকে মনে রাখতে হবে। জাতির পিতা এই দেশ গড়ার কাজের জন্য দেশের গণকর্মচারীদের নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের সেবক, খাদেম, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়েই কাজ করতে হবে। এইটুকুই আমারই শেষ কথা। দেশের মানুষের জন্য কাজ করতে হবে।”
সরকারপ্রধান আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে জনপ্রশাসন উচ্চ নীতিমালা ২০২৩ প্রণয়ন করেছি। এর মাধ্যমে প্রশিক্ষণের অবকাঠামো প্রাতিষ্ঠানিক এবং অনুষদবর্গের সক্ষমতা উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ আমাদের বিদেশের সাথে তাল মিলিয়ে চলতে হবে। মাথা উঁচু করে চলতে হবে। সেইভাবে আমাদের প্রশিক্ষণ নিতে হবে। সেই জন্যই প্রশিক্ষণের উপর সব থেকে গুরুত্ব দেই। যারা প্রশিক্ষণ দেন তাদেরই বেশি সম্মান করি এবং সেটাই সব থেকে বেশি প্রয়োজন।’
পাশাপাশি বিদেশেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এখন অনেকে হাভার্ড থেকে শুরু করে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের অফিসারদের পাঠাই অন্তত ট্রেনিং নিয়ে আসতে। যেটা স্বাধীনতার পর জাতির পিতাও করেছিলেন। সেটাও আমরা শুরু করেছি।’
আমরা চাই আমাদের দেশের সবাই যেন মাথা উঁচু করে চলে জানিয়ে শেখ হাসিনা বলেন, “এই পাঁচটা প্রকল্প আমরা তুললাম। সেখানে বিশেষ করে মনে করি সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের সরকারি কর্মকর্তা ব্যবস্থাপনা পদ্ধতি আধুনিকায়নের মাধ্যমে কর্মী ব্যবস্থাপনায় গতিশীলতা আনার জন্য জেমস নামে পোর্টাল প্রস্তুত করা হয়েছে। ‘জেমস’ (GEMS)কি? জেমস হচ্ছে একটা রত্ম। আমাদের এক একটা অফিসার রত্ম হিসেবে তৈরি হবে। সেটাই আমি চাই।”
প্রজাতন্ত্রের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। মুদ্রাস্ফীতি, কিছু সমস্যায় আমরা আছি। রিজার্ভ নিয়ে অনেকে কথা বলে। আমি বলছি রিজার্ভ নিয়ে চিন্তার অতো কিছু নেই। আমার গোলায় খাবার আছে যতক্ষণ, ততক্ষণ আমরা চিন্তা করি না। ফসল ফলাব, নিজের খাবার নিজে খাব। কিন্তু আমাদের নিজের দেশের মর্যাদা নিয়ে আমাদের চলতে হবে।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিস) রেক্টর আশরাফ উদ্দিন।
অনুষ্ঠানে ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের চার জন প্রশিক্ষণার্থী অনুভূতি ব্যক্ত করেন।
সারাবাংলা/এনআর/এমও