Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গুলি করে যুবলীগ কর্মীকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৩ ২১:৪৪ | আপডেট: ৯ অক্টোবর ২০২৩ ০০:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নদী থেকে বালু তোলা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনজুর হোসেন (৩৫) রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘নিহত মনজুর যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সে ও তার এক বন্ধু শান্তিনিকেতন এলাকায় আড্ডা দিচ্ছিল। সেখানে তাদের ওপর অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা।’

‘স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন। তার দুই পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে। রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। নদী থেকে বালু তোলা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে আমরা বলে ধারণা করছি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।’

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ সারাবাংলাকে বলেন, ‘মনজুর যুবলীগের কর্মী। সে ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিল। ঘটনা শুনেই আমি হাসপাতালে গিয়েছি। তার আগেই সে মারা গেছে। কে বা কারা তাকে কী কারণে খুন করেছে কিছুই এখন জানি না।’

সারাবাংলা/আইসি/একে

গুলি করে হত্যা টপ নিউজ যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর