ঢাকা: কাকরাইলে ‘এস এ পরিবহন’ ভবনে আগুন লেগেছে। সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়েছি। এরপর সেখান ৪টি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।’
এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ জানা যায়নি বলেও জানান তিনি।