মতিঝিলে মেট্রোরেল যাবে ২৯ অক্টোবর
৯ অক্টোবর ২০২৩ ১৬:১৫
ঢাকা: মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পথ উদ্বোধনের তারিখ পিছিয়েছে। এই রুটে এমআরটি লাইন-৬ এর উদ্বোধন ২০ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে মেট্রোরেলের এই অংশের উদ্বোধন করবেন।
সোমবার (৯ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ২০ অক্টোবর মেট্রোরেলের দ্বিতীয় অংশ চালুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। উদ্বোধনের নতুন তারিখ আগামী ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, সময়সূচি অনুযায়ী উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। সেখানে নামফলক উন্মোচন করবেন। এরপর ট্রেনে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে নেমে সোহরাওয়ার্দী উদ্যানের সুধী সমাবেশে বক্তব্য দেবেন।
ডিএমটিসিএল দেওয়া তথ্যানুযায়ী, এমআরটি লাইন-৬ বাস্তবায়ন হচ্ছে ৮ ধাপে। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটারের কাজ শেষ করা হয়। এই পৌনে ১২ কিলোমিটারের প্রধান ডিপো তৈরি হয় উত্তরার দিয়াবাড়িতে। এরপর আগারগাঁও পর্যন্ত পথে মোট নয়টি স্টেশন নির্মাণ করা হয়। এসব কাজ শেষ করে গত বছরের ২৮ ডিসেম্বর এই পৌনে ১২ কিলোমিটার মেট্রোপথে যাত্রী পরিবহনের জন্য উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের এক দিন পর থেকে যাত্রী পরিবহন করছে মেট্রোরেল। এরপর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সোয়া ৮ কিলোমটারের নির্মাণ কাজও শেষের পথে। যা এখন চালুর অপেক্ষায়।
উল্লেখ্য, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল স্থাপনে চলমান এ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিলো ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এরপর কমলাপুর পর্যন্ত যুক্ত হওয়ায় এর দৈর্ঘ্যতা বেড়ে যায় ২১.২৬ কিলোমিটার আর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়। এরমধ্যে জাইকা ১৯ হাজার ৭১৯ কোটি টাকা দিচ্ছে আর সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করবে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।
সারাবাংলা/জেআর/এনইউ