Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ আসছেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি

স্টাফ করেসপেন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৩ ১৭:২০

ঢাকা: এবার বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা ইউএনবি এ খবর প্রকাশ করেছে।

আফরিন আখতার ১৫-১৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করতে পারেন। এর আগে চলতি বছরের মে মাসে তিনি ঢাকা সফর করেন। ওই সফরে তিনি ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করতে ঢাকায় এসেছিলেন।

আফরিন আখতার নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের জন্য দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) পাশাপাশি নিরাপত্তা ও ট্রান্সন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।

কূটনৈতিক সূত্রের বরাতে ইউএনবি জানিয়েছে, মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অগ্রাধিকারমূলক দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। তিনি আসন্ন নির্বাচনী বিষয়গুলো নিয়েও আলোচনা করতে পারেন।

সারাবাংলা/আইই

আফরিন আখতার টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর