Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে একজন কেমিক্যাল কাদেরের উদয় হয়েছে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৩ ১৭:৪৮

ঢাকা: বাংলাদেশে একজন কেমিক্যাল কাদেরের উদয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১০ অক্টোবর) বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের প্রত্যক্ষভাবে বিএনপির জাতীয় নেতাদের হত্যার হুমকি দিয়েছেন। ইরাকে এক মন্ত্রী ছিলেন। নাম আলী। বিষাক্ত রাসায়নিক অস্ত্র উনার তত্ত্বাবধানে তৈরি হতো। তাই তাকে সবাই কেমিক্যাল আলী নামে ডাকত। বাংলাদেশেও একজন কেমিক্যাল কাদেরের উদয় হয়েছে।’

তিনি বলেন, ‘যে বিষাক্ত ইউরিয়ামের তেজস্ক্রিয়া দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করা যায়, সে ইউরেনিয়াম বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যের মাথায় ঢেলে দেওয়ার হুমকি দিচ্ছেন। আজকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ হাসিনা সরকার এবং তার মন্ত্রীরা বাংলাদেশে গুম, খুন, গুপ্তহত্যা, ক্রসফায়ারে জড়িত। সেটার আলামত বহন করে এই বিষাক্ত রাসায়নিক ইউরেনিয়াম ঢেলে দেওয়ার হুমকি।’

রিজভী বলেন, ‘এই কেমিক্যাল কাদেরকে দিয়ে শেখ হাসিনা কত মানুষকে শ্বাসরুদ্ধ করে মারবেন, কত গণতন্ত্রকামী মানুষকে যে নিশ্চিহ্ন করবেন, পুড়ে ছারখার করবেন, তা বলার অপেক্ষা রাখে না।’

তিনি বলেন, ‘যে নেত্রী দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। যিনি আপামর গণ মানুষের নেত্রী। আজ সেই খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার নেই, বেঁচে থাকার অধিকার নেই। আজকে পদ্মা মেঘনা যমুনাসহ সারাদেশে আওয়াজ উঠেছে খালেদা জিয়াকে বাঁচানোর জন্য। অথচ পাষাণ ও নিষ্ঠুর শেখ হাসিনার কানে সে আওয়াজ পৌঁছায় না।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক এমপি গোলাম মো. সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু, কাজী রফিক, মোশাররফ হোসেন, ড্যাব নেতা ডা. ইউনুস প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর