Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৭৫ সিসি মোটরসাইকেল রেজিস্ট্রেশনের অনুমতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৩ ১০:৪৯

ঢাকা: বাংলাদেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল রেজিস্ট্রেশনের অনুমতি দিয়েছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মনিরুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে গতকাল বুধবার (১১ অক্টোবর) এই অনুমত দেওয়া হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, আমদানী নীতি আদেশ, ২০২১-২০২৪ এবং ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশীয় শিল্প খাতের বিকাশ ও সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যমান ১৬৫ সিসির পাশাপাশি দেশের অভ্যন্তরে উৎপাদিত ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া যাবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সারাবাংলা/জেআর/এনএস

৩৭৫ সিসি মোটরসাইকেল টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর