Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলাপি শোভাযাত্রায় ময়মনসিংহে স্তন ক্যানসার সচেতনতার বার্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৩ ১৭:২৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ০৩:০০

গোলাপি শোভাযাত্রার অধীনে বিভিন্ন স্থানে পথসভা করা হয়। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: বিশ্বব্যাপী নারীদের মৃত্যুর অন্যতম কারণ স্তন ক্যানসার, যা নিরব ঘাতক হিসেবে পরিচিত। প্রতি বছর বাংলাদেশে স্তন ক্যানসারে আক্রান্ত হয় প্রায় ১৩ হাজার নারী, মৃত্যু হয় প্রায় আট হাজার নারীর। স্তন ক্যানসারে আক্রান্তের বিপরীতের মৃত্যুহার অত্যন্ত উদ্বেগজনক।

স্তন ক্যানসার নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ কর্মসূচিতে ময়মনসিংহে বক্তারা এসব কথা বলেন। এ সময় তারা আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে ক্যানসার সম্পর্কে সচেতনতার অভাব এবং নারীদের সংকোচবোধের কারণে দেরিতে চিকিৎসকের কাছে যাওয়া স্তন ক্যানসারে মৃত্যুর জন্য দায়ী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে টাউনহল মোড়, নতুন বাজার ও চরপাড়া মোড়সহ শহরের বেশ কয়েকটি জনবহুল স্থানে গোলাপি সড়ক শোভাযাত্রা হয়। শোভাযাত্রা থেকে লিফলেট বিতরণ করা হয়। পথে পথে মানুষকে স্তন ক্যানসার নিয়ে সচেতন করা হয়। এ কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ ক্যানসার সচেতনতা ফোরাম।

গোলাপি শোভাযাত্রা থেকে স্তন ক্যানসারের সচেতনতা সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। ছবি: সারাবাংলা

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ শহরে সচেতনমূলক কর্মসূচি পালনের সময় পথচারী শিক্ষার্থী, নারী-পুরুষ, স্থানীয় দোকানি, হোটেল কর্মীসহ যানবাহন চালকদের নীরব ঘাতক স্তন ক্যানসার সম্পর্কে জানানো হয়। পাশাপাশি তাদের কাছে লিফলেট দেওয়া হয়। নারীরা নিজেই নিজের স্তন কীভাবে পরীক্ষা করতে পারবেন, সে বিষয়টিও জানানো হয়।

গোলাপি শোভাযাত্রা থেকে বক্তারা বলেন, স্তন বা জরায়ু ক্যানসার নিয়ে লজ্জা পাওয়ার বা এগুলো লুকিয়ে রাখার কিছু নেই। এ ক্ষেত্রে পুরুষদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ব্যয়বহুল এ রোগে আক্রান্ত হওয়ার আগেই সবাইকে সচেতন হতে হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশে সার্বিকভাবে ক্যানসার নির্ণয় ও চিকিৎসাব্যবস্থা অপ্রতুল উল্লেখ করে বক্তারা আরও বলেন, স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও ক্যানসার স্ক্রিনিংয়ের কোনো জাতীয় কর্মকৌশল, কর্মপরিকল্পনা ও কর্মসূচি নেই। ফলে দিনে দিনে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

স্তন ক্যানসার সচেতনতার এই বার্তা নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ছেড়ে আসে ১২ সদস্যের স্বেচ্ছাসেবক দল। বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলা অভিমুখে গোলাপি শোভাযাত্রা নিয়ে যাত্রা শুরু করেন তারা। এ সময় বিভিন্ন এলাকায় পথসভা করা হয়।

ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী হাবিবুল্লাহ তালুকদার রাসনিক ছাড়াও পথসভাগুলোতে সচেতনতামূলক বক্তব্য দেন নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা শেফালী, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের (সিওসি) চেয়ারম্যান মোসাররত জাহান সৌরভ ও সিইও ইকবাল মাহমুদ।

এ ছাড়াও গোলাপি সড়ক শোভাযাত্রায় বক্তব্য রাখেন ও লিফলেট বিতরণ করেন হিলের প্রতিষ্ঠাতা সদস্য জেবুনন্নেসাসহ অন্যরা। এসব কর্সসূচিতে স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ীরাও অংশ নেন।

সারাবাংলা/টিআর

গোলাপি শোভাযাত্রা স্তন ক্যানসার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর