‘খালেদাকে বিদেশ যেতে না দেওয়া মানবতাবিরোধী অপরাধ’
১৪ অক্টোবর ২০২৩ ১৯:৩২
চট্টগ্রাম ব্যুরো: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে না দিয়ে সরকার মানবতাবিরোধী অপরাধ করছে বলে মন্তব্য করেছেন দলটির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক শাহাদাত হোসেন।
শনিবার (১৪ অক্টোবর) নগরীর নুর আহমদ সড়কে দলীয় কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে কেন্দ্রঘোষিত অনশন কর্মসূচিতে শাহাদাত একথা বলেন। বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করে। বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার দুপুর ২টায় নেতাকর্মীদের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।
শাহাদাত হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কারাগারে সুচিকিৎসার অভাবে তার অসুস্থতা তীব্র হয়েছে। তার জীবন তখনই হুমকির মুখে পড়েছে। আইনগতভাবে বারবার জামিনের আবেদন করা হলেও সরকারের হস্তক্ষেপে জামিন দেওয়া হয়নি। আইনি লড়াই করতে বিদেশ থেকে আইনজীবী আসতে চাইলেও সরকারের আপত্তির কারণে আসতে পারেনি।’
তিনি বলেন, ‘বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে তার পরিবার থেকে আবেদন করা হয়েছে। কিন্তু সরকার সুযোগ দিচ্ছে না, এটা অমানবিক। এটা মানবতাবিরোধী অপরাধ। উপমহাদেশের জনপ্রিয় নেত্রীকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে। বেগম জিয়ার যদি কিছু হয়ে যায়, সব দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে।’
সমাবেশে কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন বলেন, ‘বেগম খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার জন্যই সরকার গৃহবন্দি করে রেখেছে। সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার ওপর নির্মম, নিষ্ঠুর জুলুম নেমে এসেছে।’
নগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘বেগম খালেদা জিয়াকে চিকিৎসা বঞ্চিত করে প্রাণে মারার চক্রান্ত শুরু করেছে সরকার।’
দক্ষিণের আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘বেগম খালেদা জিয়া সরকারের অন্যায় চাপে কখনো আপস করেননি। তার জনপ্রিয়তাকে এই জনবিচ্ছিন্ন সরকার ভয় পায়। এ জন্যই তার ওপর এত জুলুম নির্যাতন নেমে এসেছে।’
নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় অনশন কর্মসূচিতে আরও বক্তব্য দেন- নগরের সিনিয়র যুগ্ম-আহবায়ক এম এ আজিজ, দক্ষিণ জেলার যুগ্ম-আহবায়ক এনামুল হক এনাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব খুরশিদ জামিল চৌধুরী, চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নসরুল কদির, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক।
সারাবাংলা/আরডি/পিটিএম