‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এইচপিভি ভ্যাকসিন খুবই নিরাপদ’
১৫ অক্টোবর ২০২৩ ১৮:০৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ১৮:৫২
ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্কুলপড়ুয়া ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্রীদের এইচপিভি ভ্যাকসিন দেওয়া হবে। এ ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ও খুবই নিরাপদ। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এটি খুবই কার্যকর। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পরবর্তীতে অন্য নারীরাও এই ভ্যাকসিন নিতে পারবেন। ঢাকা বিভাগে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পরবর্তীতে সারাদেশে সংশ্লিষ্ট স্কুল, হাসপাতালসহ সব টিকাকেন্দ্রে এ ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে।
রোববার (১৫ অক্টোবর) মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের এইচপিভি ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘আমাদের মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে এ ভ্যাকসিন বেশ কার্যকর। স্কুলের ৯ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের এক ডোজ জরায়ু ক্যান্সার প্রতিরোধ ভ্যাকসিন দেওয়া হবে। শুধু স্কুলে নয়, হাসপাতালে, ক্লিনিকে এবং যেখানে টিকাকেন্দ্র রয়েছে সেখানেও এই ভ্যাকসিন দেওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘মানিকগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭২ হাজার ভ্যাকসিন দেওয়া হবে এবং ঢাকা বিভাগে ২৩ লাখ ভ্যাকসিন দেওয়া হবে। পর্যায়ক্রমে সারাদেশে এক কোটি ২৫ লাখের বেশি জরায়ু ক্যান্সার প্রতিরোধ ভ্যাকসিন দেওয়া হবে। প্রাথমিকভাবে এই টিকা কর্যক্রম এক মাস চলবে। তবে ভ্যাকসিন সামনে আরও আসবে, তখন পর্যায়ক্রমে সারাদেশে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাহিদ মালেক বলেন, ‘নিজেকে সুস্থ্য থাকতে হবে, সঠিকভাবে শরীর চর্চা করতে হবে। শরীর ভালো থাকলেই তো ঠিকমতো লেখাপড়া করতে পারবে। মেয়েদেরকে বলতে চাই, কারা এই ভ্যাকসিনের ব্যবস্থা করছে, কারা এই ভ্যাকসিন বিনামূল্যে দিচ্ছে, এটি জানতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশিদা সুলতানা, উপ-পরিচালক (ইপিআই) ডা. জেসমিন আরা খানম, জেলা প্রশাসক রেহেনা আক্তার, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরীসহ অন্যান্যরা।
এছাড়া এ সময় টিকা নিতে আসা শতাধিক ছাত্রী ও সংশ্লিষ্ট স্কুলগুলোর শিক্ষক উপস্থিত ছিলেন।
ইউনিসেফ, দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স- গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় জরায়ুমুখ ক্যান্সারের অন্যতম কারণ হিউম্যান প্যাপিলোমাভাইরাসের (এইচপিভি) প্রতিষেধক টিকাদান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সরকার।
সারাবাংলা/এসবি/ইআ