Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় এক হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩ ১৩:২৭

গাজায় ধ্বংসস্তূপের নিচে এক হাজারের বেশি মানুষ। ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা দল জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এক হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। আরও অনেককে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় দুই হাজার ৬৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে নয় হাজার ৬০০ জন আহত হয়েছে।

বিমান হামলার ২৪ ঘণ্টা পরও অনেক ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার করা যায়নি।

এদিকে, জাতিসংঘ জানিয়েছে, গাজায় তাদের ত্রাণ কর্মসূচির ১৪জন নিহত হয়েছে। ইসরাইলি বোমা হামলার পর উত্তর গাজার অন্তত চারটি হাসপাতালে কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজায় আরও ২১টি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইল।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর