চিরিরবন্দরে ড্রেন থেকে তরুণীর মরদেহ উদ্ধার
১৬ অক্টোবর ২০২৩ ২১:২০
দিনাজপুর: জেলার চিরিরবন্দর উপজেলায় ড্রেন থেকে গলায় ওড়না পেঁচানো ও হাত বাঁধা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর এলাকার ওয়েসিস স্কুলের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তরুণীর নাম আইরিন আক্তার আলো (২৩)। তিনি ওই এলাকার আলম হোসেনের মেয়ে। দুপুরে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার রাতে বাড়ির পাশে চাচার বাড়িতে পিকনিক খেতে গিয়েছিল আলো। রাত ১টার দিকে চাচার বাড়ি থেকে নিজ বাড়ির দিকে রওনা দেন তিনি। কিন্তু রাত ৩টার বেজে গেলেও বাড়ি ফেরেনি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সোমবার সকালে ওই এলাকার একটি স্কুলের পেছনে ড্রেনে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেঁচানো ও হাত বাঁধা অবস্থায় আলোর মরদেহটি উদ্ধার করে। এর পর ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় তার লাশ।
ওসি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার করা হবে। ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।
সারাবাংলা/পিটিএম