৭ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর
১৬ অক্টোবর ২০২৩ ১৯:৪১
কুড়িগ্রাম: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। এ সময় বন্দরের সব ধরনের কার্যক্রম ও পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।
সোমবার (১৬ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল। সোনাহাট স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল ও সাধারণ সম্পাদক মোস্তফা জামানের সই করা এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি-রফতানিসহ সব ব্যবসায়িক কার্যক্রম ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। পরদিন শুক্রবার সরকারি ছুটি থাকায় সেদিনও সব কার্যক্রম বন্ধ থাকবে। ২৮ অক্টোবর বন্দরের কার্যক্রম চালু হবে।
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারি ছুটিসহ মোট সাত দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।
সারাবাংলা/টিআর