Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ, কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার


১৮ অক্টোবর ২০২৩ ১৪:০১

ছবি: সারাবাংলা

দিনাজপুর: ব্রিটিশ আমলে নির্মিত হিলি রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেনের স্টপেজ, আধুনিক যাত্রীছাউনি ও স্টেশন মাস্টারসহ সব কার্যক্রমের দাবিতে রেলপথ অবরোধ করে আন্দোলন করে হিলির মুক্তিযোদ্ধাসহ ছাত্র সমাজ। এসময় হিলি রেলওয়ে স্টেশনে খুলনাগামী রকেট ট্রেন দাঁড় করান স্থানীয়রা।

ফলে বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টা ৪৪ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে।

বিজ্ঞাপন

আজ সকাল ১০টা থেকে অবরোধ কার্যক্রম শুরু করেন তারা। এসময় স্টেশনে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও রেলওয়ে পাকশীর বাণিজ্য কর্মকর্তা একে এম নুর আলম উপস্থিত ছিলেন। দেড় ঘণ্টাব্যাপী আন্দোলনের পর কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন তারা।

রাজশাহী পশ্চিমাঞ্চলের রেলওয়ের বাণিজ্য কর্মকর্তা একে এম নুর আলম আন্দোলনকারীদের বলেন, ‘আগামী ১৪ নভেম্বর থেকে হিলি রেলওয়ে স্টেশন একটি পুর্ণাঙ্গ স্টেশনসহ সব কার্যক্রম চালু করা হবে। পরবর্তী সময়ে এখানে আন্তনগর ট্রেনের স্টপেজ দেওয়া হবে।’

সারাবাংলা/এসআর/এনএস

হিলি রেলওয়ে স্টেশন

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর