স্বেচ্ছায় আসামি হতে ১৯৪ আইনজীবীর আবেদন
১৮ অক্টোবর ২০২৩ ১৭:৩৯
ঢাকা: আদালত অবমাননার মামলায় স্বেচ্ছায় আসামি হতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ১৯৪ জন আইনজীবী। বুধবার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
আজ এ বিষয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি অনুষ্ঠিত হতে পারে।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খান বলেন, আমাদের সাত জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার যে অভিযোগ আনা হয়েছে।
সাত আইনজীবী নেতা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিমকোর্ট বারের সাবেক সহসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিমকোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।
আজ সেই অভিযুক্তদের তালিকায় স্বেচ্ছায় নিজেদের নাম অন্তর্ভুক্তির জন্য ১৯৪ জন আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী আবেদন করেছে।
এর আগে গত ২৯ আগস্ট বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী নাহিদ সুলতানা যুথি।
জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ‘আমরা বাংলাদেশের বিচারপতিরা আমরা হলাম শপথবদ্ধ রাজনীতিবিদ’- আপিল বিভাগের এক বিচারপতির এমন বক্তব্যকে কেন্দ্র করে মিছিল-স্লোগান-সভা অব্যাহত রাখায় বিএনপিপন্থি সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।
সারাবাংলা/কেআইএফ/এনইউ