Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাদ্যপণ্যের দাম আপাতত কমছে না: বাণিজ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৩ ২০:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ফাইল ছবি

রংপুর: খাদ্যপণ্যের দাম আপাতত কমার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুরে ৬ দিনের সফরে এসে নগরীর লেকভিউ পার্কের নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘রবি মৌসুমের ফসল ঘরে না আসা পর্যন্ত খাদ্যপণ্যের দাম আপাতত কমার কোনো সুযোগ নেই। তবে আগামী বছরের শুরুতেই সব সংকট কাটিয়ে স্বাভাবিক হবে নিত্যপণ্যের বাজার।’

আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করলেও তা ধরে রাখা সম্ভব হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আগামী এক দেড় মাসের মধ্যে পেঁয়াজের দাম কমে আসবে। পেঁয়াজ আমদানিতে ভারত ৪০% ট্যাক্স বৃদ্ধি করায় ঢাকার বাজারে পেঁয়াজ আসার পর ৬০ টাকা থেকে ৬৫ টাকা। যে কারণে গোটা দেশে বেড়েছে এখন পেঁয়াজের দাম। মাঝখানে পেঁয়াজের এলসি না থাকার কারণে বন্ধ রাখা হয়েছিল ইমপোর্ট, ফলে দেশীয় পেঁয়াজ বিক্রি হয়ে যায়, যে কারণে পেঁয়াজের সংকট তৈরি হয়।’

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আলুর দাম নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে, সারাদেশের কোল্ডস্টোরেজে কত আলু আছে সেগুলো পর্যালোচনা করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে আগাম আলু আসলেই দাম কমে আসবে। তাছাড়া আমদানি কমে যাওয়ায় কিছু খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের সুপরিকল্পনা রয়েছে, মন্ত্রণালয়ের চেষ্টাও আছে।’

তিনি বলেন, ‘বিশ্বমন্দা অর্থনীতিতে কম বেশি সব দেশেই খাদ্যপণ্যের অস্থিরতার বাজারে প্রভাব পড়েছে।’ সে দিক থেকে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে বিলে দাবি করেন তিনি।

সারাবাংলা/একে

টিপু মুনশী বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর