Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৩ ০১:২১

দুই জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের হামাস। তারা হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক জুডিথ রানান এবং তার মেয়ে নাটালি। ইসরাইলের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছ দ্য টাইমস অব ইসরাইল।

জানা গেছে, তারা গাজার নিকটবর্তী দক্ষিণ ইসরাইলের নাহাল ওজ কিবুতজ নামক এলাকায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। গত ৭ অক্টোবর ইসরাইলে হামলার সময় তাদের অপহরণ করে হামাস।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে তাদের মুক্তির খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, দুই মার্কিন জিম্মি মা জুডিথ রানান এবং মেয়ে নাটালি সন্ত্রাসী সংগঠন হামাসের হাত থেকে মুক্তি পেয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল গাল হিরশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী গাজা উপত্যকার সীমান্তে তাদের গ্রহণ করেছে।এই মুহূর্তে তারা দেশের কেন্দ্রস্থলে একটি সামরিক ঘাঁটিতে যাওয়ার পথে। সেখানে তাদের পরিবারের সদস্যরা অপেক্ষা করছে।”

গাজায় হামাসের হাতে এখনও প্রায় ২০০ ইসরাইলি ও অন্যান্য দেশের জিম্মি রয়েছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর