‘সব ধর্ম ও সম্প্রদায়ের অনুষ্ঠান আয়োজনে ডিএনসিসি পাশে থাকবে’
২১ অক্টোবর ২০২৩ ২০:৩৪
ঢাকা: সব ধর্ম ও সম্প্রদায়ের অনুষ্ঠান আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সবসময় পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
শনিবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গারো সম্প্রদায়ের উৎসব ‘ঢাকা ওয়ানগালা ২০২৩’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মেয়র বলেন, ‘বনানী পার্কের মাঠে দুর্গাপূজা হচ্ছে, বনানী বিদ্যানিকেতন স্কুল মাঠে হচ্ছে ওয়ানগালা উৎসব। এটাই তো চাই আমরা, এটাই তো অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা তো এমন দেশ চাই, এমন শহর চাই যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে। জাতির জনকের নির্দেশনা ছিল ধর্ম যার যার, উৎসব সবার। সকল ধর্ম ও সম্প্রদায়ের অনুষ্ঠান আয়োজনে ডিএনসিসি সবসময় পাশে থাকবে।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সব সম্প্রদায়ের পাশে থাকেন। সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ দেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই। অসাম্প্রদায়িক চেতনাকে বাঁচিয়ে রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
এ সময় গারো সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ডিএনসিসির হল রুমে গারোদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে কোনোরকম বিল দিতে হবে না। আপনারা সেখানে প্রোগ্রাম করলে এসি ভাড়া দিতে হবে না, হল ভাড়া দিতে হবে না। ডিএনসিসির দরজা আপনাদের জন্য সারাক্ষণ খোলা আছে।’
দীপঙ্কর রিচিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।
অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশিদ আলম, ডিএনসিসির ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাকির হোসেন।
সারাবাংলা/আরএফ/একে